ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যানথু

প্রকাশিত: ২১:২২, ১৬ সেপ্টেম্বর ২০২১

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যানথু

চীনের দিকে ভয়াবহ গতিতে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। টাইফুনের প্রভাবে পূর্বাঞ্চলীয় সাংহাই নগরীতে ইতোমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়ে গেছে। এই নগরী থেকে কমপক্ষে ২৮ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং আশপাশের এলাকার স্কুল বন্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে সকল প্রকার পরিবহনও। -খবর সিনহুয়া নিউজের। সাংহাই শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি থাকবে। অবশ্য এই সুপার টাইফুন এবং জানা যায়, ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে সঙ্গে আরও দুর্বল হবে। উপকূলবর্তী এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে সাংহাই কর্তৃপক্ষ। চীনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির সাংহাই-সহ কোন কোন অংশে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, চ্যানথুর জেরে সাংহাইয়ের কাছেই ঝেংঝো প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। সেখানকার কিছু শহরে স্কুল, বিমান ও রেল পরিষেবা বন্ধ করা হয়েছে। স্কুলগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বন্যা সতর্কতা জারি করা হয়েছে নয়টি জেলায়।
×