ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বলিউডের সঙ্গে হিটলারি জমানায় জার্মানির তুলনা!

প্রকাশিত: ২১:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

বলিউডের সঙ্গে হিটলারি জমানায় জার্মানির তুলনা!

আনন্দকণ্ঠ ডেস্ক ॥ ‘আমি জানি না বর্তমানে ইসলাম ধর্মাবলম্বী অভিনেতারা ইন্ডাস্ট্রিতে কোন প্রকার বৈষম্যের শিকার কি-না। আমি মনে করি এখানে আমাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইন্ডাস্ট্রিতে একটিই ঈশ্বর। সেটা হলো ধন। তুমি যত বেশি টাকা এনে দিতে পারবে, তোমাকে তত বেশি শ্রদ্ধা করা হবে’-সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এ কথা বলেন- বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হননি ঠিকই, কিন্তু ইদানীং সেখানে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন এ অভিনেতা। নাসিরউদ্দিনের কথায়, সরকারের হয়ে কথা বলবে, এমন ছবি তৈরি করার জন্য বেশি উৎসাহ দেয়া হচ্ছে। সেই সব ছবি তৈরির জন্য আর্থিক সাহায্যও করা হচ্ছে। এ প্রসঙ্গেই তিনি বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অবস্থার সঙ্গে হিটলারি জমানায় জার্মানির তুলনা করেছেন। বলেছেন, সেই সময়ও বিশ্বমানের পরিচালকদের নাৎসি আদর্শনির্ভর ছবি তৈরি করতে বলা হতো। কথার ফাঁকে এলো আফগানিস্তানের প্রসঙ্গও। কাবুলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে সম্প্রতি বিপাকে পড়েছিলেন নাসিরউদ্দিন।
×