ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে চায়না কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

প্রকাশিত: ২০:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২১

মির্জাপুরে চায়না কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ মির্জাপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের ছলিমনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন কমপক্ষে ১০ টি অবৈধ চায়না জাল উদ্ধারের পর ধ্বংস করেন। অন্যদিকে মোবাইল কোর্টের বিচারক লাইসেন্স ব্যতিত মৎস্য খাদ্য বিক্রী করার অপরাধে সদরের মৎস্য খাদ্য ব্যবসায়ী উপজেলার হাতকুড়া গ্রামের মেসার্স শামসুল ট্রেডার্স’র মালিক আব্দুল হালিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল হক আকন্দ উস্থিত ছিলেন। মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এই ধরণের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
×