ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাধবপুরে ফলজ বাগান পরিদর্শন করেন বন সংরক্ষক

প্রকাশিত: ১৪:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২১

মাধবপুরে ফলজ বাগান পরিদর্শন করেন বন সংরক্ষক

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুর উপজেলার সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া বিটের ফলজ বাগান পরিদর্শন করেন বন সংরক্ষক। বুধবার সকালে সাতছড়ি তেলমাছড়া বিটের ২০২১ইং অর্থবছরের ফলজ বাগান পরিদর্শন করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম ও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সাতছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান, সাংবাদিক রাখাল দে, সাংবাদিক শংকর পাল চৌধুরী প্রমুখ। এ সময় বন সংরক্ষক ফলজ বাগান পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে বলেন, বন্যপ্রাণীকে বাচাঁতে ২০২১ অর্থ বছরে সাতছড়িতে ৩৭ হাজার ৫শ তেলমাছড়াতে ৩৭ হাজার ৫শ ফলজ ছাড়া রোপণ করা হয়। বনের ভিতরে থাকা বণ্যপ্রাণী গুলো এই ফল খেয়ে জীবন ধারন করবে। বন্যপ্রাণী গুলো খাবারের প্রয়োজনে যেন লোকালয়ে না যায়। বন্যপ্রাণীকে বাচাঁতে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
×