ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন আইফোনের ভিডিওতে, ‘ডেপথ অব ফিল্ড’ ইফেক্ট থাকবে

প্রকাশিত: ১১:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২১

নতুন আইফোনের ভিডিওতে, ‘ডেপথ অব ফিল্ড’ ইফেক্ট থাকবে

অনলাইন ডেস্ক ॥ অ্যাপল তার নতুন মডেলের স্মার্টফোন আইফোন ১৩-এর ঘোষণা দিয়েছে, যেটিতে 'পোরট্রেট মোড'-এ ভিডিও করা যাবে, যাতে থাকবে 'ডেপথ অব ফিল্ড' ইফেক্ট। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। নতুন এই 'সিনেমাটিক মোড' ক্যামেরার ফ্রেমে চলে আসা কোন ব্যক্তিকে আগেভাগেই শনাক্ত করতে পারবে এবং ফোকাস পরিবর্তিত হয়ে সেই ব্যক্তির ওপর চলে যাবে। অ্যাপলের প্রধান টিম কুক বলেন, এটাই একমাত্র স্মার্টফোন যেটি ভিডিও ধারণের পরও ইফেক্ট সম্পাদনা করার সুযোগ দেবে ব্যবহারকারীকে। তবে, নতুন এই ফোনে আর যেসব ফিচার রয়েছে তার সবই প্রায় আগের আইফোন ১২ মডেলের মতোই। ফিচারগুলোতে স্রেফ কিছু আপডেট যোগ করা হয়েছে। নতুন মডেলের ফোন উন্মোচনের অনুষ্ঠানটি এমন সময় হল যখন অ্যাপল পণ্যে নতুন এক নিরাপত্তা ত্রুটির খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সোমবারই অ্যাপল একটি নতুন 'সিকিউরিটি প্যাচ' অবমুক্ত করেছে যাতে এর আগে অজানা এই ত্রুটিটি সারানো যায়। এই ত্রুটির কারণে হ্যাকাররা অতি সহজেই ব্যবহারকারীর আইমেসেজ সার্ভিসে ঢুকে পড়তে পারবে বলে আশঙ্কা।
×