ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গেইল ও লুইসের ঝলকে সিপিএলের ফাইনালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস

প্রকাশিত: ১১:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

গেইল ও লুইসের ঝলকে সিপিএলের ফাইনালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস

অনলাইন ডেস্ক ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে জায়গা করে নিল সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে প্যাট্রিয়টস। সিপিএলের দ্বিতীয় সেমি-ফাইনালে মঙ্গলবার সেন্ট কিটসে ৮ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন লুইস। ৫ চার ও ৩ ছক্কায় গেইল করেন ২৭ বলে ৪২। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ১৭৮ রান টপকে ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। লুইস আগের ম্যাচেই খেলেছিলেন ৫১ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস। সেমি-ফাইনাল ম্যাচে রান তাড়ায় ঝড়ের সূচনা করেন তিনিই। প্রথম তিন ওভারে তার ব্যাট থাকে আসে দুটি ছক্কা। গেইলের রান তখন ৮ বলে ১। চতুর্থ ওভারে পেসার ওডিন স্মিথকে পেয়ে বসেন গেইল। চারটি চার ও এক ছক্কায় ওভার থেকে আসে ২৩ রান। পরের ওভারে ইমরান তাহিরকে ছক্কা-চার মারেন গেইল, ছক্কায় ওড়ান লুইস। দুজনের সৌজন্যে ৭ ওভারে আসে ৭৬ রান। অষ্টম ওভারে গেইল আউট হয়ে গেলেও চলতে থাকে লুইসের তাণ্ডব। জিততে তাই খুব একটা বেগ পেতে হয়নি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে। ২৪ বলে ফিফটি স্পর্শ করেন লুইস, তাতেই ছিল ৬টি ছক্কা। পরে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। অধিনায়ক ডোয়াইন ব্রাভো করেন ৩১ বলে ৩৪। ৫২.৫০ গড় ও ১৬৪.৭০ স্ট্রাইক রেটে ৪২০ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান লুইসের। বুধবারের ফাইনালে লুইস-গেইলদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংস।
×