ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যে অভিজ্ঞতা হয়েছে আর কোন শুমারি চাই না ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২১

যে অভিজ্ঞতা হয়েছে আর কোন শুমারি চাই না ॥ পরিকল্পনামন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যে অভিজ্ঞতা হয়েছে আর জনশুমারিসহ অন্য শুমারি চাই না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘ওভারঅল আর্কিটেকচার অব ডিজিটাল সেনসাস ২০২১’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জানা গেছে, চলতি বছরেই দুই দফায় পিছিয়েছে জনশুমারি ও গৃহগণনার কাজ। মূল ডিপিপি অনুযায়ী, ২-৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনশুমারি ও গৃহগণনার পরিকল্পনা ছিল। তবে করোনা মহামারীর কারণে মূল শুমারির কাজ ৯ মাসের মতো পিছিয়ে অক্টোবরে করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫-৩১ অক্টোবর জনশুমারি হওয়ার কথা ছিল। এই এক সপ্তাহের মধ্যে সারাদেশের মানুষকে গণনার আওতায় আনার পরিকল্পনা ছিল। অথচ এ সময়েও শুমারিটি হচ্ছে না। নানা কারণে বারবার সময় বৃদ্ধি ও টেন্ডারের ঝামেলার কারণে শুমারিটি পিছিয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। জনশুমারির সময় আবারও পেছাবে। অক্টোবরে শুমারির কাজ হবে না। বিষয়টি সরকারপ্রধানকে (প্রধানমন্ত্রী) অবহিত করে দিকনির্দেশনা নেয়া হবে।
×