ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরওয়েতে বিপুল ভোটে বামপন্থীদের জয়

প্রকাশিত: ০১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১

নরওয়েতে বিপুল ভোটে বামপন্থীদের জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ নরওয়েতে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বামপন্থী জোট। দেশটির লেবার পার্টির নেতা জোনাসের নেতৃত্বে বামপন্থী জোট এই জয় পেল। জার্মান সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। খবর ডয়েচে ভেলের। ২০১৩ থেকে ক্ষমতায় রক্ষণশীল নেত্রী এ্যারনা সোলব্যার্গের নেতৃত্বাধীন জোট। আট বছর পর তাদের ক্ষমতাচ্যুত করল বামপন্থী জোট। নির্বাচনের এই ফল দেশটির তেল শিল্পের ভবিষ্যত নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। বিপুল ভোটে জয়ের পর বামপন্থী জোট নেতা জোনাস বলেছেন, ‘আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম, আশায় ছিলাম, আমরা খুবই পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত আমরা পেরেছি।’ তিনিই সম্ভবত পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। ইউরোপের দেশ নরওয়ের পার্লামেন্টে আসন সংখ্যা ১৬৯। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৮৫টি আসনের। এখনও পর্যন্ত ৯৭ দশমিক পাঁচ শতাংশ ভোট গণনা হয়েছে। বামপন্থীরা পেয়েছেন ১০০টি আসন। বামপন্থী জোটের নেতা জোনাস আরও বলেছেন, ‘নরওয়ের মানুষ একটা বার্তা দিয়েছেন। তারা ন্যায্য সমাজ চান, যেখানে কোন বিভেদ থাকবে না।’ তাদের জোটকে জয়ী করার তিনি দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।
×