ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২২:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২১

শোক সংবাদ

পরিমল কুমার হাওলাদার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ খেপুপাড়া সরকারী মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক পরিমল কুমার হাওলাদার (৫৭) ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিমল কুমার হাওলাদার কলেজে শিক্ষকতার পাশাপাশি কবিতা লিখতেন। এ ছাড়া তিনি প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (পরিবেশ পরিচিতি)’ ও ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার’ বই এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘প্রাথমিক শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা’ নিয়ে বই লিখেছেন। মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামে পারিবারিক শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নুরজাহান বেগম নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট হেলাল উদ্দিনের শাশুড়ি নুরজাহান বেগম (৭৫) সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের আমুজান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে আমুজান বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
×