ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৮৮ ডেঙ্গু রোগী, মৃত ৩

প্রকাশিত: ২২:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২১

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৮৮ ডেঙ্গু রোগী, মৃত ৩

স্টাফ রিপোর্টার ॥ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮৮ জন। এর মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৩২১ জন। এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৫০৯ জন। মারা গেছেন ৫৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ১ হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ১ হাজার ৬৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮৯ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এ বছর ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৫০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬ জন। আর মারা গেছেন ৫৭ জন। মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জন মারা গেছেন।
×