ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২২:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২১

ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ ওমানের সঙ্গে বাণিজ্য বাড়াতে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য বা মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ-ওমানের মধ্যে আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ প্রস্তাব দেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বাংলানিউজের। ‘বাংলাদেশ-ওমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ : সুযোগ ও চ্যালেঞ্জ’- শীর্ষক এ ওয়েবিনারে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে আরও বক্তব্য দেন ওমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলহার্থে, ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমানসহ অনেকে। ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ওমানের মধ্যে গত এক দশকে দ্বিপক্ষীয় বাণিজ্য তেমন বাড়েনি। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ও বৈচিত্র্যময় করতে আমাদের আরও অনেক সুযোগ রয়েছে।
×