ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাসপোর্ট হারিয়ে যাওয়া দিদার দেশে ফিরেছেন

প্রকাশিত: ২২:২৯, ১৫ সেপ্টেম্বর ২০২১

পাসপোর্ট হারিয়ে যাওয়া দিদার দেশে ফিরেছেন

স্টাফ রিপোর্টার ॥ তুরস্কের রাজধানী ইস্তান্বুল হয়ে বাংলাদেশে ফিরতে গত ৬ সেপ্টেম্বর রোম থেকে প্লেনে ওঠেন ইতালি প্রবাসী মোঃ দিদারুল আলম। কিন্তু ইস্তান্বুল এয়ারপোর্টে পাসপোর্ট হারিয়ে যাওয়ায় সেখানে আটকা পড়েন। ছয়দিন পর রোম দূতাবাসের সহযোগিতায় সোমবার রাতে দেশে ফিরেছেন দিদারুল আলম। এ বিষয়ে মঙ্গলবার রোমের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়- ইতালি প্রবাসী দিদারুল আলম করিম গত ৬ সেপ্টেম্বর ইস্তান্বুল হয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশে রোম থেকে প্লেনে ওঠেন। কিন্তু ইস্তান্বুল এয়ারপোর্টে পৌঁছে তার পাসপোর্ট হারিয়ে যাওয়ায় দুর্ভাগ্যবশত তিনি আর ঢাকাগামী প্লেনে উঠতে পারেননি। এরপর ১০ সেপ্টেম্বর বিষয়টি দূতাবাসকে জানানো হলে রোমে বাংলাদেশ দূতাবাস এগিয়ে আসে। ইস্তান্বুলে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং টার্কিশ এয়ারলাইন্স অফিসের আন্তরিক সহায়তায় শনিবার ইস্তান্বুল এয়ারপোর্টে তাকে শনাক্ত করা সম্ভব হয়।
×