ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবজাতকের স্বাভাবিক পরিচর্যা

প্রকাশিত: ২২:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২১

নবজাতকের স্বাভাবিক পরিচর্যা

* ৬ মাস শুধু বুকের দুধ খাওয়াবেন। * নাভি পরিষ্কার ও শুকনো রাখতে হবে। কোন কিছু দেয়া লাগবে না। * ৪০ দিন পর্যন্ত আঁতুড় ঘর মানতে হবে। অর্থাৎ কম মানুষ আপনার ঘরে ঢুকবে এবং আপনিও কম বের হবেন। * কম মানুষ বাচ্চাকে ছুঁবে। বাচ্চা ধরার আগে হ্যান্ড ওয়াশ করে নিন। * ২ সপ্তাহ পর থেকে গোসল দেবেন। গোসলের আগে দরজা জানলা বন্ধ করুন। ফ্যান অফ করুন। বেডের উপর তোয়ালে রেডি করুন। তারপর কুসুম গরম পানিতে ঝুপ করে গোসল করিয়ে ফেলুন। প্রতিদিনই করাতে পারবেন যদি আবহাওয়া ভাল থাকে। যেদিন আবহাওয়া ভাল না সেদিন গোসল দিবেন না। * প্রথম ১০ দিন বাচ্চার ওজন কমতে থাকে। তারপর ২৫ গ্রাম থেকে ৩০ গ্রাম হারে প্রতিদিন ওজন বাড়তে থাকে। * আপনার বাচ্চা খাচ্ছিলো ভাল, হঠাৎ খাচ্ছে না, গায়ে জ্বর, নেতানো, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসুন। এটা এক ধরনের মেডিক্যাল ইমারজেন্সি। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×