ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লাড ক্যান্সারে আক্রান্ত তুবা ॥ বাঁচাতে সহযোগিতা করুন

প্রকাশিত: ২২:১১, ১৫ সেপ্টেম্বর ২০২১

ব্লাড ক্যান্সারে আক্রান্ত তুবা ॥ বাঁচাতে সহযোগিতা করুন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু তুবাকে (৫) বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তুবার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামে। তার বাবা আব্দুর রউফ একজন বুদ্ধি প্রতিবন্ধী। সহায় সম্বল বলতে ছোট একটা কুঁড়েঘর। গত তিন মাস ধরে কয়েকজন স্বেচ্ছাসেবী বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তুবার উন্নত চিকিৎসার জন্য ৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার প্রতিবন্ধী দরিদ্র বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, তুবার চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসা সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে -০১৭৪৯৫৮৪৯৯২ (নগদ)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×