ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গী গাজীপুর মহাসড়কে ট্রাফিক পুলিশের অটো রিকসা বন্ধের ঘোষণা

প্রকাশিত: ২১:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২১

টঙ্গী গাজীপুর মহাসড়কে ট্রাফিক পুলিশের অটো রিকসা বন্ধের ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ গাজীপুর মহাসড়কে যানজট নিরসনে মঙ্গলবার থেকে সকল অটোরিকসা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর দক্ষিণ ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফয়জুল ইসলাম। মঙ্গলবার টঙ্গী বাজারস্হ ট্রাফিক সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের সাথে আয়োজিত বাস মালিকদের এক সভায় এ ঘোষণা দেন তিনি। সহকারী পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো হলে টঙ্গী গাজীপুরের রাস্তায় থাকা যানজট অনেকটা কমে যাবে। যেখানে সেখানে গাড়ি পার্কিং করা একটি বড় অপরাধ। ট্রাফিক আইন মেনে চললে যানজট অর্ধেকে নেমে আসবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র টিআই শাহাদাত হোসেন, টিআই চন্দ্রন কুমার, টিআই মুমিন, ভিআইপি পরিবহণের প্রতিনিধি জিএস রিপন, অনাবিল সুপার পরিবহণের প্রতিনিধি আব্দুস সবুর খান, গ্রীণ অনাবিল পরিবহণের প্রতিনিধি ফেরদৌস ইসলাম, তুরাগ পরিবহণের প্রতিনিধি কামাল, বলাকা পরিবহণের প্রতিনিধি জয়নালসহ বিভিন্ন পরিবহণের প্রতিনিধিগণ।
×