ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, তদন্তে সিআইডি

প্রকাশিত: ২১:২০, ১৫ সেপ্টেম্বর ২০২১

বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, তদন্তে সিআইডি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের কেশবপুরে তালাক দেয়া স্ত্রীকে পুনরায় ‘বিয়ে’র নামে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে এ মামলাটি করা হয়। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক নিলুফার শিরিন অভিযোগ আমলে নিয়ে সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন বাদীর দ্বিতীয় স্বামী ও অপর একজন। তাদের বাড়ি কেশবপুর উপজেলায়। মামলায় বাদী উল্লেখ করেন, এক নম্বর আসামি তিন বছর আগে বাদীর প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করে ফুসলিয়ে বিয়ে করেন। এরপর তারা বাদীর বাবার বাড়িতে সংসার শুরু করেন। কিন্তু বিয়ের পর স্বামী তাকে শারীরিক নির্যাতন চালাতে থাকেন। এক পর্যায়ে তাকে তালাক দেন। এরপর বাদী চলতি বছরের ৬ মে আদালতে মামলা করেন। মামলার পর দ্বিতীয় স্বামী তার সঙ্গে মীমাংসা করে যশোরের একটি কাজী অফিসে ফের বিয়ে করেন। তারা আবারও বাদীর বাবার বাড়িতে থেকে সংসার করতে থাকেন। সর্বশেষ গত ২১ আগস্ট বেলা ১১টায় দ্বিতীয় স্বামী বাদীর ৫০ হাজার টাকা ও কাপড় চোপড় নিয়ে বাড়ি চলে যান। যাওয়ার আগে বাদী বাধা দিলে তাকে জানানো হয় কাজী অফিসে যে বিয়ে হয়েছে তা সাজানো নাটক। সাজানো ওই বিয়েতে সহায়তা করেছেন দুই নম্বর আসামি। মামলায় বাদী অভিযোগ করেছেন, গত এক বছর বিয়ের নামে প্রতারণার মাধ্যমে এক নম্বর আসামি তাকে ধর্ষণ করেছেন। যার সহযোগিতা করেছেন দুই নম্বর আসামি। এ বিষয়ে এক নম্বর আসামির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাদী তাকে ফাঁদে ফেলে বিয়ে করে। পরে তিনি জানতে পারেন একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বাধা দেয়ার পর থেকে একের পর এক তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
×