ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজার হাসপাতালে কিডনি ডায়ালাইসিস চালুর দাবি

প্রকাশিত: ২১:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২১

কক্সবাজার হাসপাতালে কিডনি ডায়ালাইসিস চালুর দাবি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার দাবিতে মানববন্ধন করেছে কিডনি রোগীরা। মঙ্গলবার সকালে কক্সবাজার পৌরসভার চত্বরে কক্সবাজার কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবার পরিজনের ব্যানারে মানববন্ধন সভায় রোগীরা বলেন, জেলা সদর হাসপাতালে এখন ভালমানের সব সেবা রয়েছে। তবে কিডনি ডায়ালাইসিস সেবা চালু না থাকায় মাসে কক্সবাজার থেকে অন্তত ১০০ রোগীকে ঢাকা চট্টগ্রামে গিয়ে কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে বিপুল টাকা খরচ করতে গিয়ে অনেকে ভিটাবাড়ি হারা হয়ে গেছেন। মানববন্ধনে কিডনি রোগীর পক্ষে ঈদগাঁও ইসলামাবাদ এলাকার হাফেজ ওসমান গনি, একই এলাকার রফিকুল ইসলাম, খুরুশকুল এলাকার আবদুর রহিম বক্তব্য রাখেন। এতে প্রায় ২০ জন কিডনি রোগী অংশগ্রহণ করেন। কক্সবাজার পৌরসভার সাবেক মেয়রও বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশসহ অনেকে বলেন, দ্রুত সদর হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসহ ডায়ালাইসিস করার ব্যবস্থা নেয়া দরকার।
×