ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে পদ্মার থেকে চার ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত: ২১:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

ঈশ্বরদীতে পদ্মার থেকে চার ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী লক্ষীকুন্ডা পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৪সেপ্টম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মাজদিয়া গ্রামের মুনার থানদার এর ছেলে মোঃ শফিউল আলম লিটন (২৮), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোঃ আব্দুল জলিল এর ছেলে আব্দুল্লাহ, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হাবিবুর রহমানের ছেলে নয়ন মুন্সি, কুষ্টিয়া জেলার মিরপুর থানার মো. ইদ্রিস সরদারের ছেলে মো. আবু বক্কর সরদার । এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি স্টিল জোড়া ডোজার জব্দ করা হয় । এসআই রিয়াদ হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চৌদ্দ হাজার খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে উক্ত আসামিদের আটক করা হয়। উক্ত বিষয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) বিঃআইন ৪৩১/৩৪ ধারায় একটি মামলা রুজু হয়েছে।
×