ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাইজিরিয়ায় কারাগারে হামলা, ২৪০ বন্দী ছিনতাই

প্রকাশিত: ২০:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২১

নাইজিরিয়ায় কারাগারে হামলা, ২৪০ বন্দী ছিনতাই

নাইজিরিয়ায় কারাগারে সশস্ত্র বন্দুকধারীদের হামলার পর ২৪০ জন বন্দীকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় একটি কারাগারে এই ঘটনা ঘটে। নাইজিরীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, দেশটির কোগি প্রদেশের কাব্বা এলাকার একটি কারাগারে রবিবার রাতে হামলা করে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা। একপর্যায়ে মধ্যম মানের নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকা ওই কারাগারে দায়িত্বপালনরত রক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় হামলাকারীদের। কারাগারটি নাইজিরিয়ার রাজধানী আবুজা থেকে দক্ষিণ-পশ্চিমে । নাইজিরিয়ার কারেকশনাল সার্ভিসের মুখপাত্র ফ্রান্সিস এনোবোর বলেছেন, ‘কোগি প্রদেশের কাব্বা এলকায় অবস্থিত ওই কারাগারে হামলার পর সন্ত্রাসীরা ২৪০ জন বন্দীকে ছিনিয়ে নিয়ে যায়। -আলজাজিরা
×