ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝগড়ায় প্রাণ গেল শিশু সুমাইয়ার ॥ অবশেষে মা ও দাদি গ্রেফতার

প্রকাশিত: ২০:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

ঝগড়ায় প্রাণ গেল শিশু সুমাইয়ার ॥ অবশেষে মা ও দাদি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পল্লীতে চাঞ্চল্যকর আড়াই মাসের শিশু সুমাইয়া হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করেছে বোচাগঞ্জ পুলিশ। এ ঘটনায় মা মাশতারা বেগম (২০) এবং দাদি রিনা বেগম (৫০)কে গ্রেফতার করে পুলিশ। শিশুটির ময়নাতদন্ত রিপোর্ট দেখে বোচাগঞ্জ থানা পুলিশ দাদি ও মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে দাদি রিনা বেগম নাতনীকে হত্যার সাথে নিজেই জড়িত বলে স্বীকার করেন। ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় একটি চেয়ারে বসাকে কেন্দ্র করে শাশুড়ি রিনা বেগম বৌমা মাশতারা বেগমের কোল থেকে শিশু কন্যাটিকে ছিনিয়ে নেয়। একপর্যায়ে কথা কাটাকাটির পর শাশুড়ি তার পুত্রবধূর কাছে শিশুকন্যাকে ছুড়ে দিয়ে বলেন এই নে তোর মেয়েকে। মা মাশতারা বেগম অপ্রস্তুত থাকায় শাশুড়ির ছুড়ে দেয়া সন্তানকে ধরতে না পারায় মাটিতে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এরপর শাশুড়ি-বৌমা সলাপরামর্শ করে শিশু ছিনতাইয়ের নাটক সাজান। হত্যার ঘটনার মোড় ঘোরাতে দাদি রিনা বেগম তাড়াহুড়া করে নাতনীকে পুকুরে ফেলে দেয়। বোচাগঞ্জ থানার ওসি মো. মাহামুদুল হাসান জানান, ৮ সেপ্টেম্বর বুধবার বোচাগঞ্জ পুলিশ শিশু হত্যার রহস্য উৎঘাটন করে হত্যাকান্ডে জড়িত দাদি রিনা বেগমকে দিনাজপুর জেলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। সেখানে তিনি ১৬৪ ধারায় হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। অপরদিকে, গত রবিবার শিশুটির মা মাশতারা বেগমকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার মা মাশতারা বেগমকে বোচাগঞ্জ পুলিশের হেফাজতে রিমান্ড শেষে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, নিহতের ঘটনায় তদন্ডকারী কর্মকর্তা এসআই হাসনাত জামান বাদি হয়ে শিশু সুমাইয়ার দাদি রিনা বেগম ও মা মাশতারা বেগমকে আসামি করে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×