ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃর্থকস্থানে নির্মানাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৯:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২১

রাজধানীতে পৃর্থকস্থানে নির্মানাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃর্থকস্থান থেকে নির্মানাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মরধ্যে মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেটে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ভেতরে একটি ১০তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে সজীব (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আলহাজ উদ্দিন। গ্রামের বাড়ি জামালপুরের সদর থানার রঘুনাথপুর এলাকায়। তিনি নির্মাণাধীন ওই ভবনে থাকতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিহতের ভাই নাহিদ বলেন, সাড়ে ১১টার দিকে নিউমার্কেটের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ভেতরে একটি নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে কাজ করছিলেন সজীবসহ কয়েক শ্রমিক। এ সময় অসাবধানতাবশত সজীব নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এদিকে সোমবার গভীররাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের চার তলা থেকে পড়ে মোঃ রাজু (২১) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম গোলাম মোস্তফা। গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার উত্তরগতি মাঝিয়ালী পশ্চিমপাড়া গ্রামে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ জানান, রাতে বসুন্ধরা আবাসিক এলাকার রোড নম্বর ১৪-এর সি ব্লকের ২৮৫ নম্বর বাসার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ফ্লোর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার ভোরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢামেক মর্গে দুই শ্রমিকের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×