ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামের দ্বীপচরে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৪:১১, ১৪ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রামের দ্বীপচরে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলা তথ্য অফিস কুড়িগ্রাম দুর্গমচরে করোনা বিষয়ক প্রচারণা ও বিনামূল্যে টিকা রেজিস্ট্রেশন করা হয়। ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন চর সিতাইঝার গ্রামে প্রায় ৮শ মানুষকে টিকা রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক মোঃ নুরন্নবী খন্দকার।বেসরকারী সংস্থার পরিচালক মানিক চৌধুরী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাখন চন্দ্র রায়, কুড়িগ্রাম সরকারী কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায়,সাংবাদিক আবদুল খালেক ফারুক। বল্টুর মোড় জীবিকা ফ্লাড সেল্টাওে স্থাপিত টিকা রেজিস্ট্রেশন ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলে। এ সময় দুর্গম এই চরের নারী পুরুষ রা স্বতর্স্ফুত ভাবে টিকা রেজিস্ট্রেশনে অংশ গ্রহণ করে। বিশেষ করে নারীদেও অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। টিকা রেজিস্ট্রেশন সফল করতে দুদিন পূর্ব থেকে মসজিদে মসজিদে এবং ঘোড়ার গাড়ীতে ব্যাপক প্রচারণা চালানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন অর্নাস ক্লাব টিকা রেজিঃ সহায়তা দান করে। জানা যায় সাত মাস আগে টিকাদান কর্মসূচী চালু হলেও ধরলা নদী বিছিন্ন এসব চরেএকজন মানুষও দুর্গম পথ পাড়ি দিয়ে টিাকা রেজিঃ অংশ নেননি। জেলা তথ্য অফিস ইউনিসেফের সহযোগীতায় বিছিন্ন এ সব দ্বীপ চরে টিকা রেজিঃও সচেতন মুলক প্রচার শুরু করে। প্রথম আলোর চর, সারডোব চর, কালুয়ার চর, ও চর সিতাইঝার চর সহ দুর্গম এলাকার প্রায় ১০ হাজার মানুষকে এখন পর্যন্ত টিকা রেজিঃ আওতায় আনা হয়েছে। এ ব্যাপারে জেলা তথ্য অফিসের উপ পরিচালক নুরন্নবী খন্দরকা জানান দুর্গম চরের মানুষ বিশেষ কওে মহিলারা নদী পার হয়ে কখনোই টিকা রেজিঃ ও টিকা নিতে শহরে আসবে না । তাই ইউনিসেফ এর সহয়োগীতায় এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। টিকা প্রাপ্তির পর খুব তাড়াতাড়ি উক্ত চর গুলিতে টিকা প্রদান করা হবে।
×