ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তাল ঢেউয়ে কুয়াকাটা সৈকত তছনছ

প্রকাশিত: ১১:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২১

উত্তাল ঢেউয়ে কুয়াকাটা সৈকত তছনছ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ সাগরের অব্যাহত ভাঙ্গনের কবলে কুয়াকাটা সৈকত লন্ডভন্ড হয়ে গেছে। সবশেষ গভীর নিম্নচাপের প্রভাবে দীর্ঘ সৈকতের শত শত গাছপালা উপড়ে পড়েছে। ভেসে গেছে ছোট-বড় কয়েকটি স্থাপনা। সৈকতের প্রস্থ অন্তত ১০ ফুট কমে গেছে গত দুই দিনে। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে কিছু এরিয়ায় জিও টিউব ও জিও ব্যাগ দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও অস্বাভাবিক জোয়ারের সময় তাও কাজে আসছে না। সৈকত জুড়ে এখন শুধু ধংসের ছাপ পড়ে আছে। তছনছ হয়ে গেছে সৌন্দর্যমন্ডিত স্পটগুলো। এখন অবস্থা এমন হয়েছে যে বেড়িবাঁধও ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। সৈকত ঘুরে দেখা গেছে, জিরো পয়েন্ট থেকে পূর্বদিকের ট্যুরিজম পার্ক পর্যন্ত জিও টিউব ও জিও ব্যাগ দিয়ে ভাঙ্গনের তান্ডব ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টাও কাজে লাগছেনা। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, নয় শ’ কোটি টাকা সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে ‘কুয়াকাটা সৈকত রক্ষা ও উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প ডিপিপি আকারে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। যেখানে খাজুরা থেকে গঙ্গমতি লেক পর্যন্ত প্রটেকশনের পরিকল্পনা রয়েছে।
×