ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাঠমান্ডুতে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসায় সাবিনারা

প্রকাশিত: ২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২১

কাঠমান্ডুতে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসায় সাবিনারা

অনলাইন রিপোর্টার ॥ নেপালে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ নারী ফুটবল দল উজবেকিস্তান রওয়ানা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ (সোমবার) রাত ১১টার দিকে বাংলাদেশ দল উজবেকিস্তানের উদ্দেশ্যে কাঠমান্ডু ত্যাগ করবে তারা। নেপাল ত্যাগের আগে সোমবার দুপুরে নারী ফুটবল দলকে আতিথেয়তা দিয়েছেন কাঠমান্ডুস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সৌজন্যে তার বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত রবিবার বিকেলে সাবিনা-কৃষ্ণাদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি দেখতে দশরথ স্টেডিয়ামেও গিয়েছিলেন। স্টেডিয়ামেই তিনি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের নিজ বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। বাংলাদেশ ১৯ ও ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানে এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অংশ নেবে, প্রতিপক্ষ জর্ডান ও ইরান। এই দুই ম্যাচের প্রস্তুতি হিসেবেই সাবিনাদের জন্য নেপালে প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
×