ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শয্যাপাশে এমপি বাদশা

প্রকাশিত: ১৭:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২১

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শয্যাপাশে এমপি বাদশা

অনলাইন রিপোর্টার ॥ প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এখন তার রাজশাহীর বাসায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টানা ১৯ দিনের চিকিৎসা শেষে গত ৯ সেপ্টেম্বর বাড়ি ফিরেছেন তিনি। তবে শঙ্কা কাটলেও এখনো স্বাভাবিক চলাফেলা করতে পারছেন না হাসান আজিজুল হক। তার ছেলে ইমতিয়াজ হাসান জানিয়েছেন, তার বাবা বাড়িতে ভালোই আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হাসান আজিজুল হককে দেখতে তার বাসায় যান রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বাদশা। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে হৃদযন্ত্রের সমস্যার বাইরেও ফুসফুসে সংক্রমণ, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ নানা সমস্যা ধরা পড়ে। পরে তাকে বিএসএমএমইউয়ে নেওয়া হয়। ২২ আগস্ট বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাতকে প্রধান করে মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই মেডিকেল বোর্ডের অধীনেই তার নিবিড় চিকিৎসা চলে।
×