ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থেমে নেই তারা

প্রকাশিত: ২১:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২১

থেমে নেই তারা

করোনা সংক্রমণে স্থবির একাডেমিক কার্যক্রম। নেই ক্লাস-পরীক্ষার ব্যস্ততা। করোনায় থেমে গেছে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রাণচাঞ্চল্য। মহামারী থেকে বাঁচতে ঘরবন্দী সবাই। তবুও থেমে শিক্ষার্থীদের সহ-কার্যক্রম। অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে চলছে সাংস্কৃতিক সাংগঠনিক কার্যক্রম প্রতিযোগিতা। সে সব বিষয়ে জানাচ্ছেনÑ এবিএস ফরহাদ কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিতর্ক মানেই যুক্তির ছড়াছড়ি। ক্যাম্পাসের সবচেয়ে দক্ষ মেধাবী শিক্ষার্থীরাই বিতর্কের সঙ্গে যুক্ত হন। করোনার বন্ধে মঞ্চে পক্ষে-বিপক্ষে যুক্তির ঝড় তোলা হয় না এখন। বিতার্কিকদের দক্ষতা বৃদ্ধি করতে অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। করোনার শুরুতে সাময়িক বন্ধ থাকার পর ডিবেটিং সোসাইটি নিয়মিত কার্যক্রম শুরু করে জুম এ্যাপের মাধ্যমে। নিয়মিত সেশনের পাশাপাশি অফলাইনের ন্যায় কার্যক্রম চলছে। ইতোমধ্যে নতুন বিতার্কিকদের গড়ে তোলার জন্য ৩০ জন বিতার্কিক বাছাই করে ডিবেটার গ্রæমিং প্রোগ্রাম শুরু করেন সংগঠনটি। সেখানে প্রতিনিয়ত দুটি দলের মধ্যে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। ডিসকর্ড এ্যাপের মাধ্যমে ডিবেটিং সোসাইটি বেশ কয়েকটি জাতীয় বিতর্কে নিয়মিত অংশ নিচ্ছেন। প্রতি সপ্তাহে বাংলা ও ইংরেজি দুটি সেশন অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে ডিবেটিং সোসাইটির বিতার্কিকদের চর্চা ব্যাহত হয়নি। এ ছাড়া কার্যনির্বাহী কমিটি গঠন, নতুন বিতার্কিকদের নিয়ে ওয়ার্কশপ করা হয়েছে। শুরুতে অনলাইন কার্যক্রম পরিচালনায় অসুবিধায় পড়তে হলেও এখন সবাই এর সঙ্গে মানিয়ে নিয়েছেন। সংগঠনটির অনলাইনভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক অস্তিরতা থেকে কিছুটা হলেও মুক্তি দিচ্ছে। নতুনরা সুযোগ পাচ্ছে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে। অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র স্থবির ক্যাম্পাস। নেই কাঁঠালতলা কিংবা শহীদ মিনারের সে আড্ডা। মুক্তমঞ্চ থেকে ভেসে আসে না কবিতা আবৃত্তির সেই সুর। কুবির আবৃত্তি সংগঠন অনুপ্রাসের সে কবিতা আবৃত্তি আজ ল্যাপটপ-ফোনের স্ক্রিনে। করোনাকালীন সময়ে আবৃত্তি কর্মীদের জন্য আয়োজন করেছে অনলাইনভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা। এ ছাড়া নিয়মিত কবিতা আবৃত্তির লাইভ প্রোগ্রাম করছে তারা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজন করছে নানা অনুষ্ঠান। এছাড়া করোনায় অসচ্ছল আবৃত্তি কর্মীদের জন্য বাংলাদেশ আবৃত্তি সম্বন্বয় পরিষদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি। কবিতা আবৃত্তি মানুষকে দেয় প্রফুল্লতা। তাই আবৃত্তি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও অলস সময়কে কাজে লাগাতে বিভিন্ন আয়োজন করছে অনুপ্রাস। বন্ধু, কুবি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কার্যক্রম স্থবির হওয়ার কোন সুযোগ নেই। রক্ত ম্যানেজ করে দেয়াই তাদের মূল কাজ। মহামারী পরিস্থিতিতেও স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ নিয়মিত মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তের জোগান দিয়ে যাচ্ছেন। তবে লকডাউনে স্বেচ্ছাসেবী রক্ত দাতাগণ অনেকেই বিশ্ববিদ্যালয় এরিয়াতে অনুপস্থিত হওয়ায় বিভিন্ন গ্রæপের রক্ত সংগ্রহ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। সংগঠনটির সদস্যরা মূলত অনলাইন যোগাযোগের মাধ্যমেই রক্ত সংগ্রহ করে দিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়ে এক হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছে ‘বন্ধু’। মূলত ফেসবুক পেজ ও গ্রæপের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। ক্যারিয়ার ক্লাব অনলাইনের সুবিধাকে কাজে লাগিয়ে পথচলা শুরু করে কুবি ক্যারিয়ার ক্লাব। অফলাইনের মতো অনলাইন ব্যবস্থা একজন শিক্ষার্থীকে এগিয়ে নিতে কিভাবে সাহায্য করে তাই যেন জানান দিচ্ছেন ক্যারিয়ার ক্লাব। ইতোমধ্যে করোনকালীন সময়ে বেশ কয়েকটি ক্যারিয়ারভিত্তিক অনলাইন সেমিনার, ওয়েবিনার সম্পন্ন করেছেন তারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এমন ৬টি দেশের স্পিকারদের নিয়ে আয়োজন করেছে দু’দিনব্যাপী ফেসবুক লাইভ প্রোগ্রাম। এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবরাখবর পৌঁছে দিচ্ছেন ফেসবুক পেজ ও গ্রæপের মাধ্যমে। তবে দুর্বল গতির ইন্টারনেট সেবা মাঝেমধ্যে অনেকের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তবে ২/১টা অসুবিধাবাদ দিলে অনলাইনে কাজের সুবিধাই বেশি। বলা চলে এই মহামারীতে অনলাইন কার্যক্রম আশীর্বাদস্বরূপ।
×