ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের পল্লীতে মাছের সঙ্গে শত্রুতা

প্রকাশিত: ২১:২৮, ৫ আগস্ট ২০২১

কিশোরগঞ্জের পল্লীতে মাছের সঙ্গে শত্রুতা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইসলামপুর গ্রামের একটি পুকুরে রাতের আঁধারে কে বা কারা বিষপ্রয়োগ করে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে। এ যেন মাছের সঙ্গে শত্রুতা! বৃহস্পতিবার সকালে পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠলে বাকরুদ্ধ হয়ে পড়েন পুকুরের মালিক মোঃ রতন। তাঁর যেন আকাশ ভেঙে পড়ে। এ ব্যাপারে তিনি কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, বুধবার রাত অনুমান ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে যে কোনো সময় দুস্কৃতিকারীরা রতনের পুকুরে বিষপ্রয়োগ করে। এতে রুই, কাতলা, কার্পো, বাউস, সিলভার ও গ্রাসর্কাপসহ দেশীয় প্রজাতির প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মাছ মরে পুকুরে ভেসে উঠে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন গিয়ে কিছু মাছ উঠিয়ে গন্ধ শুঁকে নিশ্চিত হয় যে, বিষপ্রয়োগে ওই মাছগুলোকে মেরে ফেলা হয়েছে। পুকুরের মালিক মোঃ রতন অভিযোগ করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে তার পুকুরের মাছ তার কাছের লোকজনই বিষপ্রয়োগে মেরে ফেলেছে। তিনি আরও বলেন, আমাকে ঘায়েল করতে না পেরে মাছের শত্রুতা! আমি এর বিচার চাই’। এ অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ মডেল থানার এসআই হাসান আলী সরেজমিনে তদন্ত শেষে জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এতো টাকার মাছ মারা যায়নি। শীঘ্রই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
×