ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক পেলেন ১০ পল্লী উদ্যোক্তা

প্রকাশিত: ২১:০৪, ৫ আগস্ট ২০২১

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক পেলেন ১০ পল্লী উদ্যোক্তা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ করোনাভাইরাস কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় জেলার পাকুন্দিয়া উপজেলার ১০ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মাঝে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ ৫০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করা হয়েছে। কৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পাকুন্দিয়ার উদ্যোগে উপজেলার ১০ জন পল্লী উদ্যোক্তার মাঝে এ প্রণোদনার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা, বিআরডিবি পাকুন্দিয়ার চেয়ারম্যান আব্দুল আওয়াল. পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আশরাফ আলী প্রমুখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা জানান, ৯ জন পল্লী উদ্যোক্তার প্রত্যেককে ১ লক্ষ টাকা ও অপর একজনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
×