ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:০৫, ৫ আগস্ট ২০২১

বরিশাল বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ৮৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৭ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে। পাশাপাশি একই সময়ে করোনায় আক্রান্ত হওয়া নতুন ৮৫৮ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৯৮ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৩৩৫ জন, পটুয়াখালীতে ১৮২ জন, ভোলায় ১৭৬ জন, পিরোজপুরে ৭৪ জন, বরগুনায় ৬৪ জন ও ঝালকাঠিতে ২৭ জন।
×