ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ কামালের জন্মদিনে বাগেরহাটে ১২’শ পরিবারে অর্থ ও খাদ্য সহায়তা

প্রকাশিত: ১৬:৫৮, ৫ আগস্ট ২০২১

শেখ কামালের জন্মদিনে বাগেরহাটে ১২’শ পরিবারে অর্থ ও খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপূত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মদিন বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়েছে। তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন, গাছের চারা বিতরণ, রুহের মাগফেরাত কামনায় দোয়-মিলাদ, প্রমাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এ উপলক্ষ্যে এদিন দুপুরে করোনা প্রতিরোধে লকডাউনের কর্মহীন ও দুস্থ এক হাজার ২২৫ জনকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকাল সাড়ে ১০ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) মো: রিজাউল করিমের সঞ্চালনায় অনুষ্টিত ভার্চুয়ালী অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা শেখ শওকাত হোসেন, পল্লী বিদ্যুৎ বাগেরহাটের জিএম জাকির হোসেন, অধ্যক্ষ বুলবুল কবির, কালচারাল অফিসার রফিকুল ইসলাম, নারীনেত্রী রিজিয়া পারভীন, এ্যাড: শরীফা হেমায়েত, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার প্রমুখ। বক্তারা বলেন, রাজনীতি, সংস্কৃতি, ও ক্রীড়া অঙ্গনের বহুমুখী সৃজনশীল অনন্য প্রতিভা বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল আলোকিত মানুষ হিসেবে তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার ছিলেন। ১৯৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের নি:ষ্ঠুরতম হত্যাকান্ডের শিকার তাঁর মৃত্যুতে দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
×