ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশ যেতে ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা

প্রকাশিত: ১৬:০৫, ৫ আগস্ট ২০২১

বিদেশ যেতে ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা

সংবাদদাতা, উখিয়া ॥ বিদেশে গিয়ে বেশী রোজগারের আশায় উখিয়া, টেকনাফ ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালাচ্ছে। সংঘবদ্ধ মানবপাচারকারীর খপ্পরে পড়ে রোহিঙ্গারা সোনার হরিণ ধরার আশায় বুক বেঁধে ঝুঁকি নিয়ে সাগর পথে পাড়ি জমালেও গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। ভূমধ্যসাগরে উপূর্যপুরি নৌকা ডুবির ঘটনায় মৃত্যুর সারি দিন দিন বাড়ছে। ১৯৯১ সনে পালিয়ে এসে কুতুপালং বনপাহাড়ে আশ্রয় নেয়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, স্থানীয় ও রোহিঙ্গাদের সমন্বয়ে গঠিত একদল মানবপাচারকারী সিন্ডিকেট ক্যাম্পে দাপিয়ে বেড়াচ্ছে। তারা সাগরপথে রোহিঙ্গাদের নিরাপদে মালয়েশিয়া পৌঁছে দেয়ার আশ্বস্ত করায় রোহিঙ্গারা বিদেশ যাবার জন্য মরিয়া হয়ে ক্যাম্প ছাড়ছে। সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশী লিবিয়া হয়ে তিউনিসিয়া যাবার পথিমধ্যে নৌকাটি বিকল হয়ে ভাসতে ভাসতে ডুবে যায়। এদের মধ্যে অধিকাংশ রোহিঙ্গা ছিল বলে বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র। গত ২২ জুলাই লিবিয়া হয়ে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ইতালি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ রোহিঙ্গাকে জীবিতাবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও বাকিদের কোন হদিস পায়নি। গত ১১ জুলাই সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে রওনা হয়ে তিউনিসিয়ায় যাবার পথে অতিরিক্ত মানব বোঝাই নৌকাটি ডুবে গেলে কোষ্টগার্ডের সদস্যরা ৪৯ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের বয়স ১৬-৪৫ বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছে।
×