ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় করোনায় চার জনের মৃত্যু

প্রকাশিত: ১৩:০৭, ৫ আগস্ট ২০২১

খুলনায় করোনায় চার জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ খুলনা মহানগরীর সরকারী দুইটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় চার জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। নগরীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, বেসরকারী গাজী মেডেক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ে কেউ মারা যাননি। খুলনা মহানগীর দুই হাসপাতালে মৃত্যুবরণকারী চার জনের দুই জন খুলনার, একজন চুয়াডাঙ্গা ও একজন মাদারীপুর জেলার বাসিন্দা ছিলেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতাধীন ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন খুলনা মহানগরীর খালিশপুরের, একজন চুয়াড্ঙ্গা ও একজন মাদারীপুর জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ১২৩জন। এর মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়োলো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন, এই্চডিইউতে ১১জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন ও ডিসচার্জ দেয়া হয় ১৫জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, এখানে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একজন রোগী মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৪৫। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন তিন জন এবং ডিসচার্জ দেয়া হয় এক জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় এখানে কোন রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৮০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন পাঁচ জন। ডিসচার্জ দেয়া হয় ১১ জনকে। বেসরকারী গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। হাসপাতালটির করোনা ইউনিটে মোট বেড সংখ্যা ১৫০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৫৭জন। আইসিইউতে পাঁচ জন এবং এইচডিইউতে আছেন ছয় জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয় জন এবং সুস্থ হয়েছেন ছয় জন। বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনটে বেড সংখ্যা ৯০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৬৫ জন। এর মধ্যে কোভিড আইসিইউতে নয় জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন নয় জন এবং ডিসচার্জ দেয়া হয়েছে ১০ জনকে। খুলনা সিভিল সার্জন দফতরের কর্মকর্তা ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নমুনা পরীক্ষা করা হয় ৭৪৪ টি। এর মধ্যে করেনাভাইরাসে আক্রান্ত শণাক্ত হয় ১৪৫ জন। আক্রান্তের হার ১৯ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘন্টায় খুলনার দুইটি সরকারী হাসপাতালে করোনায় আক্রান্ত চার জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন খুলনার। গত ২৪ ঘন্টায় জেলার কোন উপজেলা হাসপাতালে করোনায় কেউ মারা যায়নি।
×