ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুর গুজব

প্রকাশিত: ০১:৫১, ৫ আগস্ট ২০২১

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুর গুজব

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি তার রাতের খাবার খেয়েছেন এবং এখন ঘুমানোর চেষ্টা করছেন। এছাড়াও মুহিতের পরিবারের অন্য সদস্যদের থেকে জানা গেছে, তিনি বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পরিবার ও শুভাকাক্সক্ষী অনেকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তার মধ্যে একজন তার ভাগ্নিজামাই ড. আহমদ আল কবীর। তিনি সর্বশেষ খোঁজ নিয়ে জেনেছেন আবুল মাল আবদুল মুহিত সুস্থ রয়েছেন। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও কথাবার্তা বলতে পারছেন। তবে ঢাকার প্রবীণ এই নেতার দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর সংবাদ ছড়ানোর বিষয়টি গুজব বলে জানিয়েছেন তার পরিবারের ঘনিষ্ঠজনেরা। ৮৭ বছর বয়সী মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। -ওয়েবসাইট
×