ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ আগস্ট ভারতে ফ্লাইট শুরু

প্রকাশিত: ০১:০৭, ৫ আগস্ট ২০২১

১০ আগস্ট ভারতে ফ্লাইট শুরু

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১০ আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। এয়ার বাবল চুক্তির অধীনে সীমিত পরিসরে ভারতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের সিদ্ধান্ত ইতিবাচক মনোভাব থাকায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে। বেবিচকের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরি জিয়াউল হক রাতে দৈনিক জনকণ্ঠকে জানান, আমরা ১০ আগস্টে চালু করার প্রস্তুতি নিয়েই ভারতকে চিঠি পাঠিয়েছি। তাদেরও মনোভাব ইতিবাচক। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস জানান, আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটা চিঠি দেয়া হয়েছে। তারা সিদ্ধান্ত জানালেই আমরা ফ্লাইটের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। ভারতের সিদ্ধান্তের পর ফ্লাইট চালু হলেও এটা খুব সীমিত আকারে হবে জানিয়ে মাশফি বিনতে শামস বলেন, সিদ্ধান্ত নেয়ার পর সপ্তাহে একটি বা দুটি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটে আসতে গেলেও একই শর্ত থাকবে। এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদ্রু রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে টিকা দিয়েই ফ্লাইটে উঠতে হবে। প্রথমে ফ্লাইট সীমিত আকারে চললেও পরে তা বাড়ানো হবে। এ চুক্তিতে বর্তমানে দুদেশের মধ্যে বিমান, নভো, ইউএস বাংলা, ভিসতারা, ইন্ডিগো, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইট চলাচল করবে। এ বিষয়ে ভিসতারা জিএসএ মাস ট্রাভেলসের কর্ণধার সোহাগ হাসান জানান, ঢাকা থেকে ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দুদেশের মধ্যকার এই ফ্লাইট করোনা সময়েও যাত্রীদের স্বস্তি দেবে। এতে উভয় দেশ উপকৃত হবে। এর আগে, গত ২৭ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দফতরে সাংবাদিকদের জানান, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টে সুবিধা মতো সময়ে ফ্লাইট চালুর বিষয়ে আশা করা যাচ্ছে। করোনার বিস্তার ঠেকাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশ পথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।
×