ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে ভিয়েনার উদ্দেশে টোকিও ছাড়লেন ক্রিস্টিনা

প্রকাশিত: ০০:৩৫, ৫ আগস্ট ২০২১

অবশেষে ভিয়েনার উদ্দেশে টোকিও ছাড়লেন ক্রিস্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিকে ‘বিপদে’ পড়া বেলারুশের এ্যাথলেট ক্রিস্টিয়ানা সিমানোস্কায়াকে মানবিক ভিসা দিয়েছিল পোল্যান্ড। কিন্তু টোকিও বিমানবন্দর সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে গন্তব্য বদলে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন। ২৪ বছর বয়সী সুন্দরী এ এ্যাথলেটর ম্যানেজমেন্টের অন্যায় আচরণের প্রতিবাদ করলে তাঁকে জোর করে বিমানবন্দরে নিয়ে আসে ফেডারেশন। জীবনের ঝুঁকির কথা বলে সাহায্য চাইলে জাপান পুলিশ ক্রিস্টিনাকে সেখান থেকে উদ্ধার করে। শুরুতে তিনি অস্ট্রিয়া এবং জার্মানির আশ্রয় চেয়ে আসছিলেন। বেলারুশের অলিম্পিক কমিটি অবশ্য বলছে, ‘মানসিক অবস্থা’ বিবেচনায় চিকিৎসকরাই ক্রিস্টিনাকে বাদ দিয়েছেন। টোকিও ছাড়ার আগে সংবাদম্যমকে ক্রিস্টিনা জানিয়েছেন তার প্রতিক্রিয়া রাজনৈতিক ছিল না, ‘আমি আমার দেশকে ভালবাসি এবং দেশের সঙ্গে বেইমানি করতে চাই না। আমার প্রতিক্রিয়া ছিল ভুলটা নিয়ে, যেটা অলিম্পিকসে আমাদের অফিসিয়ালরা করেছিলেন।’ একদিন আগে তিনি বলেছিলেন, ‘আমাদের কিছু মেয়ের যথেষ্ট ডোপিং টেস্ট না হওয়ায় তারা ১০০ মিটার রিলেতে অংশ নেয়ার জন্য এখানে আসতে পারেনি। আর কোচ আমাকে না জানিয়ে আমার নাম রিলেতে অন্তর্ভুক্ত করেন। আমি এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলাম। এরপর প্রধান কোচ এসে জানান, আমাকে বাদ দেয়ার জন্য ওপর থেকে আদেশ দেয়া হয়েছে। এমনকি ২০০ মিটারেও অংশ নেয়ার সুযোগ পাইনি। দেশে ফেরাত পাঠানোর জন্য আমাকে জোর করে বিমানবন্দরে আনা হয়েছে।’ দেশে ফিরে গেলে তাঁকে জেলে দেয়া হবে, এমনকি মেরেও ফেলা হতে পারে, এই ভয়ের কথা জানিয়ে তিনি ‘রাজনৈতিক আশ্রয়’ চান। ক্রিস্টিনার স্বামীও বেলারুশ ছেড়ে ইউক্রেনে পালিয়ে গেছেন। অচিরেই তিনি ক্রিস্টিনার সঙ্গে মিলিত হওয়ার। এ ঘটনা বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর স্বৈরশাসনের বিষয়টি আবারও বিশ্ববাসীর সামনে উঠে আসে।
×