ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশবাসী বিভ্রান্ত হয়ে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে ॥ জিএম কাদের

প্রকাশিত: ২১:২৪, ৫ আগস্ট ২০২১

দেশবাসী বিভ্রান্ত হয়ে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে ॥ জিএম কাদের

বিশেষ প্রতিনিধি ॥ লকডাউন উঠে যাওয়ার পর ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকা না নিয়ে চলাচল ‘শাস্তিযোগ্য অপরাধ’ বিবেচিত হবে বলে যে হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দিয়েছিলেন, তা সরকারের ‘অপরিকল্পনা, অদূরদর্শিতা এবং সমন্বয়হীনতা’র ফল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের বলেন, ১১ আগস্ট থেকে ১৮ বছরের উর্ধে বয়স অথচ টিকা নেননি এমন কেউ বাইরে বের হলেই নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। সরকারের এমন সিদ্ধান্ত শুধু অযৌক্তিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য নয়, এটি পুরোপুরি হাস্যকর। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে এমন সিদ্ধান্ত গণমাধ্যমকে জানায়, তো বোধগম্য হচ্ছে না। মন্ত্রীদের বক্তব্যে দেশবাসী বিভ্রান্ত হয়ে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় দেশে দুই ডোজ টিকা নেয়া মানুষের সংখ্যা এক কোটির নিচে। কোভিড-১৯ টাক্সফোর্সের রিপোর্ট অনুযায়ী ভ্যাকসিন কর্মসূচীতে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ভ্যাকসিন কর্মসূচীতে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। তিনি বলেন, সারাবিশ্ব যখন ভ্যাকসিন দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করছে, মনে হচ্ছে তখনই ভ্যাকসিন দেয়ার ব্যর্থতার দায় এড়াতে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
×