ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনায় মৃত্যু হাজার ছাড়াল

প্রকাশিত: ২১:২৪, ৫ আগস্ট ২০২১

চট্টগ্রামে করোনায় মৃত্যু হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রতিদিনই করোনায় প্রাণ হারাচ্ছে নগর ও উপজেলার বাসিন্দারা। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ১৬ জন, যা নিয়ে চট্টগ্রাম জেলায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৫। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪২৯। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বয়স্কদের পাশাপাশি মধ্যবয়সীদেরও মৃত্যু বাড়ছে। তবে গত জুলাই মাসে চট্টগ্রামে সবচেয়ে বেশি করোনা রোগী মারা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে, মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে করোনার থাবায় প্রাণ হারানোদের মধ্যে নগরীর ৫৯৭ এবং উপজেলার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ উপজেলার আর ৬ জনই নগরীর। মোট মৃতের সংখ্যা জেলায় ১ হাজার ১০ জনে উন্নীত হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় সাতকানিয়ার এক ব্যক্তি মারা যান। চট্টগ্রামে সংক্রমণ শুরুর পর সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে গত জুলাই মাসে। জুলাইতে ২৩ হাজার ৫৭০ জন শনাক্ত এবং ২৬৭ জনের মৃত্যু হয়, যা চট্টগ্রামে সর্বোচ্চ রেকর্ড।
×