ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে আট মণ চিংড়িসহ নৌকা জব্দ

প্রকাশিত: ২১:১৭, ৪ আগস্ট ২০২১

সুন্দরবনে আট মণ চিংড়িসহ নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ অনুপ্রেবেশ করে খালে বিষ দিয়ে শিকার করা ৮ মন চিংড়িসহ একটি নৌকা আটক করেছে বন বিভাগ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় পশুর নদীতে বুধবার সকালে অভিযান চালিয়ে এ চিংড়ি ও নৌকা আটক করা হয়। এসময় অবৈধ অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক এনামুল হক জানান, 'জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাস সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম। তাই এ সময়ে সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণীর অসাধু মহাজন অধিক মুনাফার লোভে জেলেদের মাধ্যমে খালে বিষ দেয়াসহ জাল দিয়ে মাছ শিকার করাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বনরক্ষীরাদের উপস্থিতির টের পেয়ে নৌকায় থাকা ৩/৪ জন জেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা থেকে বিষ দিয়ে শিকার করা আট মণ চাকা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।
×