ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অজিফা খাতুন

মহান হওয়ার মন্ত্র

প্রকাশিত: ২০:৪০, ৫ আগস্ট ২০২১

মহান হওয়ার মন্ত্র

জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর। জীবের প্রতি দয়া মায়া নেই মানবিক চেতনা নেই এমন সময়ে করোনা এসে সারা বিশ্বে হানা দিয়েছে। বিশ্বে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা। করোনা কেড়ে নিচ্ছে সেরা সন্তান সেরা মানুষ সর্বোপরি আমাদের আপনজন। মানুষও বসে নেই করোনা থেকে রেহাই পেতে বিশ্বের মানুষ আজ একত্রিত। করোনা যেভাবে জেঁকে বসেছে মানুষের কোন ব্যবস্থাতেই সে ভীত নয়। বরং মানুষকে মহান হওয়ার মন্ত্র দিচ্ছে। তাই তো আজ আমরা ডাক্তার নার্স এবং করোনার বিরুদ্ধে আত্মনিবেদিত অনেক সৈনিক পাচ্ছি। তাদের সেবা উদারতার তুলনা হয় না। করোনা যেমন স্বাভাবিক জীবন যাপনে বাঁধা হয়ে দাঁড়িয়ে তেমনি আমাদের এক সুতায় বেঁধে প্রেম শিক্ষায় ব্রত হতে সাহায্য দিয়ে যাচ্ছে। ‘ইটের পর ইট মধ্যে মানুষ কীট’ মানুষ আমরা কীটের থেকেও ভয়ঙ্কর ও হৃদয়হীন হয়ে পড়েছি। চাকরির ক্ষেত্রে হয়রানি ভাইয়ে ভাইয়ে খুন, সংসারে নানা বিড়ম্বনা, ঘুষ, হত্যা, গুম, নারী নির্যাতন। করোনা কালেও মানুষের আত্মশুদ্ধি নেই। চিকিৎসক সেবিকাসহ স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত সব ধরনের কর্মীকে এ সময়ে সর্বোচ্চ আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। আমাদেরও ভাল মানুষে পরিণত হতে হবে শিক্ষক ব্যবসায়ী ছাত্রনেতা সবাইকে করোনার বিরুদ্ধে কাজ করতে হবে। নেশার যত ধরন মানুষকে অমানুষ করছে। করোনার নানা ধরনও আমাদের দিকে ধেঁয়ে আসছে। নেশার জগৎ মানুষের তৈরি করোনা প্রকৃতি থেকে নেমে এসেছে। ‘সকলের তরে সকলে আমরা সকলে আমরা পরের তরে।’ এই মন্ত্রে দীক্ষা নিতে হবে। ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। তাহলে করোনা একদিন দমন হবেই। এই যে করোনা এবং মানুষ সারা বিশ্বে একযোগে কাজ করে যাচ্ছে। টিকা গবেষণা মানুষের জীবন রক্ষা এটা আমাদের সারা বিশ্বের একত্রের প্রচেষ্টা। মানুষকে মূল্যায়ন করতে মানুষকে মানবিক করতে করোনার অবদান আমরা ভুলব না। কিন্তু করোনাকালে একদল মানুষ কষ্টে আছে খাদ্য ও আয় অভাবে আছে এবং মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে কেউ কেউ কোটিপতিতে পরিণত হচ্ছে। এটা মোটেই কাম্য নয়। ধনাঢ়্য ব্যক্তিরা এই দুর্দিনে উপকারের হাত বাড়িয়ে দিয়ে জাতির তথা বিশ্বের উপকার করতে পারেন। সেতাবগঞ্জ, দিনাজপুর থেকে
×