ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহাব উদ্দিন মাহমুদ

শোকাবহ আগষ্ট ॥ মার্কিন রাষ্ট্রদূত বোস্টারের সাক্ষাত

প্রকাশিত: ২০:২৮, ৫ আগস্ট ২০২১

শোকাবহ আগষ্ট ॥ মার্কিন রাষ্ট্রদূত বোস্টারের সাক্ষাত

২২ জুলাই ১৯৭৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গবর্নরদের প্রশিক্ষণ উদ্বোধন করেন এবং বক্তৃতা দেন। এরপর তিনি ২৮ জুলাই একবার বাকশাল অফিসে গিয়েছিলেন, তাও তেমন নির্ধারিত কোন বা উল্লেখযোগ্য কর্মসূচী নয়। এ সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে দেখা যায়নি। তাঁর পরিবর্তে এ দায়িত্বগুলো ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীই সামলিয়েছেন। এ জন্যই সংবাদপত্রসমূহে প্রেসিডেন্ট এর উল্লেখযোগ্য কোন সংবাদ নেই। এই নীরবতার মধ্যেই ঘোষিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচী। দেশের প্রশাসন ব্যবস্থা অনেকটাই সোভিয়েত ধাঁচে রূপলাভ করেছিল। প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি নিজ হাতে না রেখে ছেড়ে দেন চট্টগ্রামের নুরুল ইসলাম চৌধুরীর কাছে। কিন্তু দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া দেশের পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, শুরু থেকেই বঙ্গবন্ধুর চারপাশ ঘিরে রেখেছিল ষড়যন্ত্রকারী চোরাকারবারি ও মজুদদাররা। যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার মিশন ব্যর্থ হয়। একের পর এক দুর্নীতি আর দেশকে পেছনের দিকে টেনে নেয়ার ষড়যন্ত্রের হাতছানি। সোনার বাংলা গড়ার বঙ্গবন্ধুর আপ্রাণ প্রচেষ্টাকে বারবার প্রশ্নবিদ্ধ করছিল দেশের কতিপয় স্বার্থান্বেষী মানুষ। বঙ্গবন্ধু শুরু থেকেই তাঁর নানা বক্তৃতায় এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। কেমন ছিল পঁচাত্তরের ষড়যন্ত্রময় দিনগুলো? সংবাদপত্রের পাতায় কেমন ছিল পঁচাত্তরের ৫ আগস্ট? ১৯৭৫ সাল। ৫ আগস্ট। দিনটি ছিল মঙ্গলবার। সকাল ১০টায় সাক্ষাত করেন মার্কিন রাষ্ট্রদূত ইএ বোস্টার। বোস্টার খুনীদের তৎপরতা সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন। তিনি বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেননি। সাড়ে দশটায় সাক্ষাত করেন শিল্পমন্ত্রী। বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেটের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, কমান্ড্যান্ট মানিক চৌধুরী ও গিয়াসউদ্দিন চৌধুরী সাক্ষাত করেন। সন্ধ্যা ৬টায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামসুর রহমান বিদায়ী সাক্ষাত করেন এবং গাইডলাইন নেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সাক্ষাত করেন বেতারের ডিজি আশরাফুজ্জামান খান। প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলিভিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশের প্রেসিডেন্ট জেনারেল দায়েম হুগো বেঞ্জার সুয়ারেজকে শুভেচ্ছা জানিয়ে বাণী প্রেরণ করেছেন। সচিবালয়ে ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় জনসংখ্যা পরিষদ সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকার প্রধান প্রধান পত্রিকার লিড স্টোরিতে বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। তিনি বলেন, ‘এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশ কয়েকটি পণ্য সম্পর্কে সম্ভবত পূর্বাঞ্চলের আটটি দেশের সঙ্গে রহিতকরণ চুক্তি স্বাক্ষর করবে।’ শিল্পমন্ত্রী এ.এইচ.এম.কামারুজ্জামান বলেছেন, শিল্প উৎপাদন একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করার জন্য শিল্প প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপকদের উদ্যোগ নিতে হবে। তিনি সকল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের এক সম্মেলনে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে আনার উদ্যোগ নেয়ার জন্যও তাদের প্রতি আহ্বান জানান। খাদ্য ও ত্রাণমন্ত্রী আবদুল মোমেন বলেছেন, রেশনিং ব্যবস্থাকে গ্রামের অভাবী মানুষের কাছে পৌঁছে দেয়া বর্তমান সরকারের খাদ্যনীতির অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আজ বঙ্গভবনে জেলা গবর্নরদের প্রশিক্ষণে ক্লাস নেয়ার সময় এ কথা বলেন। তিনি বলেন, প্রতি বছরই সরকারের খাদ্য ঘাটতি কমে আসছে। বর্তমান ব্যবস্থায় আন্তরিক প্রয়াস অব্যাহত থাকলে দেশ অচিরেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। তিনি বলেন, একটি আত্মমর্যাদাশীল জাতি চিরদিন খাদ্যের জন্য পরমুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। তিনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে বাঁধ, খাল খননকে প্রাধান্য দেয়ার জন্য গবর্নরদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর প্রণেতারা বাংলাদেশে এ কর্মসূচীর খুব প্রশংসা করেছে। এ কর্মসূচীতে এখন অন্যান্য সংস্থাও আগ্রহ দেখাচ্ছে। এটি বঙ্গবন্ধুর একটি বড় সাফল্য। শ্রম সমাজ কল্যাণ ও সংস্কৃতিমন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী শব-ই-মিরাজ উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক ইসলামী জলসায় বলেছেন, মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে মিসরের রাষ্ট্রদূত ওয়াফা হেজাজি, ইরাকী চার্জ দ্য এ্যাফেয়ার্স আব্দুস সালাম সুবি, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার আজহারী করিম, আফগানিস্তানের চার্জ দ্য এ্যাফেয়ার্স আব্দুল্লাহ কাদের বক্তৃতা দেন। বাকশাল সম্পাদক আবদুর রাজ্জাক বলেছেন দেশে কৃষক শ্রমিক রাজ প্রতিষ্ঠাই বঙ্গবন্ধুর ২য় বিপ্লবের প্রধান লক্ষ্য। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি তারা এ ব্যবস্থা বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মাদারীপুরের গবর্নর আবিদুর রেজা খানের সংবর্ধনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী কোরবান আলী। জাপানের রাষ্ট্রদূত বন্যানিয়ন্ত্রণ ও বিদ্যুতমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের সঙ্গে সাক্ষাত করেছেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত ঢাকা ত্যাগ করেছেন। বিমান বন্দরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সমাজ গঠনে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ সরকারের বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুুরী এক সংক্ষিপ্ত সফরে আগামীকাল ঢাকা আসছেন। শহর বাকশাল সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেছেন, শিক্ষকদের জনগণের কল্যাণে কাজ করার দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। কবি সিকান্দার আবু জাফরের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ এবং বাকশাল সম্পাদক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। লেখক : শিক্ষাবিদ ও গবেষক [email protected]
×