ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লকডাউনের ত্রয়োদশ দিনে গ্রেফতার ৪২৫

প্রকাশিত: ২০:২১, ৪ আগস্ট ২০২১

লকডাউনের ত্রয়োদশ দিনে গ্রেফতার ৪২৫

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউনের ত্রয়োদশ দিন বুধবার (০৪-০৮-২০২১) ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগেঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ১৭৯ জনকে মোট তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪০৭টি গাড়িকে মোট ৯ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে । করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রবিবার পোশাক কারখানা খুলে দেওয়ার পর তাকে ঢিলেঢালা ভাব এসেছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে। সরকার ইতোমধ্যে লকডাউনের মেয়াদ ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।
×