ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় টি২০ তে ১২২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫১, ৪ আগস্ট ২০২১

দ্বিতীয় টি২০ তে ১২২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয় টি২০ তে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১২১ রানে থামিয়ে দিয়েছে। বোলিং সহায়ক উইকেটে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১২২ রান। টস জিতে আজও ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ইনিংস জুড়ে রানের লড়াই করা সফরকারীরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে ১২১ রান। অস্ট্রেলিয়ার ইনিংসে নেই কোনো ফিফটি, সর্বোচ্চ ৪৫ রান করেছেন মিচেল মার্শ। তিনি ছাড়া ১৫ ছাড়াতে পেরেছেন কেবল মোইজেস হেনরিকেস। ২৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মুস্তাফিজ। শরিফুল ২ উইকেট নিয়েছেন ২৭ রানে। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ (ফিলিপি ১০, কেয়ারি ১১, মার্শ ৪৫, হেনরিকেস ৩০, ওয়েড ৪, টার্নার ৩, অ্যাগার ০, স্টার্ক ১৩*, টাই ৩*; মেহেদি ৩-০-১২-১, নাসুম ৪-০-২৯-০, সাকিব ৪-০-২২-১, মুস্তাফিজ ৪-০-২৩-৩, শরিফুল ৪-০-২৭-২, সৌম্য ১-০-৭-০)
×