ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীর নৌকায় বজ্রপাতে বরসহ ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ১৪:৫৯, ৪ আগস্ট ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীর নৌকায় বজ্রপাতে বরসহ ২০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে বরসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চরপাঁকা এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। মৃত্যু আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, বজ্রপাতের ঘটনায় ২০ জন মারা যাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে শুনেছি। তবে কতজন মারা গেছেন এবং আহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দর ইউনিয়নের জনতা গ্রাম থেকে নারায়নপুর ঘাট হয়ে শিবগঞ্জের পাকা এলাকায় যাচ্ছিল। তারা নৌকা থেকে নামার পর পরই প্রবল বর্ষষ শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর বিয়ে বাড়ি মুহুর্তে শোকের বাড়িতে পরিনত হয়।
×