ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ১৩:২৫, ৪ আগস্ট ২০২১

খুলনায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর সরকারী ও বেসরকারী তিনটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় নয় জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। নগরীর জেনারেল হাসপাতাল ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ে কেউ মারা যাননি। খুলনা মহানগীর তিন হাসপাতালে মৃত্যুবরণকারী নয় জনের পাঁচ জন খুলনার, দুই জন বাগেরহাটের, একজন নড়াইল এবং আর একজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতাধীন ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুইজন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকার, একজন খুলনার তেরখাদা উপজেলার, দুই জন বাগেরহাটের রামপাল ও কচুয়া উপজেলার এবং একজন নড়াইল জেলার লোহাগড়া উপজেলা এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ১১২জন। এর মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়োলো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন, এই্চডিইউতে ১৩জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন ও ডিসচার্জ দেয়া হয় ৩১জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনর ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৪৫। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন দুই জন এবং ডিসচার্জ দেয়া হয় তিন জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় এখানে কোন রোগী মারা যায়নি। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৮০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন এক জন। ডিসচার্জ দেয়া হয় পাঁচ জনকে। বেসরকারী গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে এক জন মারা গেছেন। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের বাসিন্দা ছিলেন। হাসপাতালটির করোনা ইউনিটে মোট বেড সংখ্যা ১৫০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৫৭জন। আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে আছেন পাঁচ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয় জন এবং সুস্থ হয়েছেন আট জন। বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। এরা দুই জন খুলনা মহানগরীর বকসী পাড়া মেইন রোড ও জিন্নাপাড়া ২য় লেন, শিপইয়ার্ড এলাকার অধিবাসী ছিলেন। হাসপাতালের করোনা ইউনটে বেড সংখ্যা ৯০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৬৫ জন। এর মধ্যে কোভিড আইসিইউতে নয় জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ জন। খুলনা সিভিল সার্জন দফতরের কর্মকর্তা ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নমুনা পরীক্ষা করা হয় ৬৬২ টি। এর মধ্যে করেনাভাইরাসে আক্রান্ত হয় ১০৩ জন। আক্রান্তের হার ১৫ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘন্টায় খুলনার সরকারী ও বেসরকারী তিন হাসপাতালে করোনায় আক্রান্ত নয় জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন খুলনার। গত ২৪ ঘন্টায় জেলার কোন উপজেলা হাসপাতালে করোনায় কেউ মারা যায়নি।
×