ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু

প্রকাশিত: ২১:০০, ৩ আগস্ট ২০২১

দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ২৪ ঘন্টায় করোনায় এক জন এবং উপসর্গে তিন জন মিলে মোট চার জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু দাঁড়ালো ৩শ’ ৫ জনে। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯শ’ ২৫ জন। করোনা শনাক্তের হার ২২ দশমিক ৬৮ শতাংশ। মঙ্গলবার সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫শ’ ৭ জনের নমুনা পরীক্ষা করে ১শ’ ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৫৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিরলে পাঁচ জন, বোচাগঞ্জে ২২, বীরগঞ্জে তিন জন, বোচাগঞ্জে ১৯, চিরিরবন্দরে দুই জন, ফুলবাড়ীতে পাঁচ জন, ঘোড়াঘাটে এক জন, কাহারোলে তিন জন, খানসামায় সাত জন, নবাবগঞ্জে চার জন এবং পার্বতীপুর উপজেলায় ১৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৭ জন। সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা এবং উপসর্গ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২শ’ ১৫ জন ভর্তি রয়েছেন।
×