ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুলবাড়ীতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১৯:৩৫, ৩ আগস্ট ২০২১

ফুলবাড়ীতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছেন।তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে করোনার প্রভাবে কর্মহীন, গরীব, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী একশত পাঁচ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমান ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমান জানান, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে মাস্ক ও ত্রাণ সামগ্রী (চাল, আটা, ডাল, তেল, লবণ ও সাবান) বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যাণ ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
×