ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুল তথ্য ঠেকাতে রয়টার্স, এপি’র সঙ্গে টুইটারের জোট

প্রকাশিত: ১৫:৫৬, ৩ আগস্ট ২০২১

ভুল তথ্য ঠেকাতে রয়টার্স, এপি’র সঙ্গে টুইটারের জোট

অনলাইন ডেস্ক ॥ নিজেদের সাইটে আরও দ্রুত নির্ভরযোগ্য তথ্য দিতে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে জোট বাঁধছে টুইটার। ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকানো প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়ার খবর জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি। সোমবার সামাজিক মাধ্যম সাইটটি জানায়, ব্রেকিং নিউজ শ্রেণির ঘটনার বেলায় নির্ভুল প্রাসঙ্গিকতা যোগ করতে সংবাদমাধ্যম দুটির সঙ্গে কাজ করবে তারা। টুইটারের বিভিন্ন অংশে দেখা মিলবে এরকম নির্ভরযোগ্য সংবাদের, যেমন- এ ধরনের ঘটনা নিয়ে করা টুইটের লেবেলে বা টুইটারের ট্রেন্ডিং টপিকের তথ্য সংরক্ষণ করে রাখা ‘মোমেন্ট’-এ। টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, এ অংশীদারিত্বের মধ্য দিয়ে নিজেদের সাইটে নির্ভুল তথ্য আনতে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধছে টুইটার। তিনি আরও জানান, টুইটার এপি ও রয়টার্সের সঙ্গে পৃথকভাবে কাজ করবে এবং সংবাদমাধ্যম দুটি একে অন্যের সঙ্গে যোগাযোগ করবে না। “রয়টার্স প্রতিদিন যা করে তার একদম কেন্দ্রে রয়েছে বিশ্বাস, যথাযথতা ও পক্ষপাতহীনতা … এই মূল্যবোধগুলো ভুল তথ্য ছড়ানো ঠেকাতে আমাদের প্রতিশ্রুতিকেও সামনে এগিয়ে নিয়ে যায়।” – এক বিবৃতিতে বলেছেন রয়টার্সের ইউজিসি (ইউজার-জেনারেটেড কনটেন্ট) সংবাদ সংগ্রহের বৈশ্বিক প্রধান হেজেল বেকার। অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসের বৈশ্বিক ব্যবসা উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট টম জানুসজিউয়েস্কি বলেছেন, অনলাইন আলোচনায় প্রসঙ্গ যোগ করার প্রশ্নে এপি’র মাপকাঠি ও গতি কাজে লাগানোর ব্যাপারটি নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে আগ্রহী। অন্যান্য সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানের মতো টুইটারও নিজ সাইট থেকে বিভ্রান্তিকর তথ্য ও ভুল তথ্য মেুছে দেওয়া নিয়ে চাপের মুখে রয়েছে। এ বছরের শুরুতে ‘বার্ডওয়াচ’ নামে এক কর্মসূচীও শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওই কর্মসূচীতে ব্যবহারকারীদের কাছে বিভ্রান্তিকর টুইট শনাক্ত ও সত্যতা-যাচাইকরণের জন্য সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।
×