ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদ্মায় ভয়াবহ ভাঙন, নদীর্গভে শত বিঘা আবাদি জমি

প্রকাশিত: ১২:৩২, ৩ আগস্ট ২০২১

পদ্মায় ভয়াবহ ভাঙন, নদীর্গভে শত বিঘা আবাদি জমি

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মানদীতে ভাঙনে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে রয়েছে। ক'দিন আগেও ওই এলাকার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভয়াল পদ্মার ভাঙনের ফলে দুই তলার মসজিদসহ অসংখ্য স্থাপনা হুমকরি মুখে রয়েছে। যে কোন সময় পদ্মা নদী গ্রাস করে নিতে পারে এসব স্থাপনা। ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা বলছেন, চলতি বছরে নদী ভাঙনে প্রায় একশ’ বিঘা আবাদি জমি নদীর্গভে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২৪ ঘণ্টায় পদ্মার পানি দশমিক ৫ সেন্টিমিটার কমেছে। তবে নদী ভাঙন অব্যাহত আছে। পানি কমতে শুরু করায় আরও ভয়াবহ হয়ে উঠছে পদ্মা নদীর ভাঙন। ভাঙনকবলিত এলাকার বাসিন্দা নাজমুল হাসান সোহেল বলেন, গত ৪ দিন থেকে পদ্মায় ভাঙন বেড়েছে। শিবগঞ্জ উপজেলার চরজগন্নাথপুরের কারিগরি দাখিল মাদ্রাসা, বাদশাপাড়া সরকারি প্রাথমকি বিদ্যালয়, চরহাসানপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়, চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়, চরহাসানপুর উচ্চ বিদ্যালয়, হুমকিতে রয়েছে। তিনি আরও জানান, গত তিন বছরে নদী ভাঙনের কারণে ৮ কিলোমিটার এলাকাজুড়ে শত শত বিঘা আবাদি জমি নদীতে তলিয়ে গেছে। জগন্নাথপুর এলাকার শাহ আলম জানান, ১৬৭ নং নামোজগন্নাথপুর বাবুপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়টি কয়েকদিন আগেই পদ্মায় তলিয়ে গেছে। উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে স্কুলটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজতবা আলী। আইয়ুব বিশ্বাসপাড়ার সেলিম রেজা জানান, পদ্মার পাড়েই বাস করি এ জন্য বেশি ভয়ে থাকতে হয়। একবার বাড়ি সরিয়ে এ গ্রামে বসবাস করছিলাম। কিন্তু পদ্মা নদী ভাঙনের ফলে আবারও বাড়ি সরাতে হবে। বাড়ি ভেঙে নিয়ে অন্য জায়গায় হস্তান্তর করার যে কত কষ্ট, যাদের এমন হয়েছে শুধু তারাই জানেন। পদ্মার ভাঙনে বিশ্বাসপাড়ার দুইতলা জামে মসজিদটিও হুমকিতে রয়েছে। মসজিদের ইমাম খাইরুল ইসলাম জানান, পদ্মা নদী ভাঙতে ভাঙতে একেবারেই মসজিদের পাশে চলে এসেছে। মাত্র ৫০০ মিটার দূরেই নদী। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শরিফ জানান, ওই এলাকার পদ্মা পাড়ের বাসিন্দারা কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন পদ্মায় পানি কমেছে। তবে নদীতে ভাঙন অব্যাহত আছে। ভঙনকবলিত এলাকায় ১২ কিলোমিটারজুড়ে বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলছে।
×