ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই ডোজ টিকা নেয়াদের শরীরে বেশি এ্যান্টিবডি

প্রকাশিত: ০১:০৯, ৩ আগস্ট ২০২১

দুই ডোজ টিকা নেয়াদের শরীরে বেশি এ্যান্টিবডি

স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর করোনার দুই ডোজ টিকা নেয়াদের শরীরে অন্যদের তুলনায় বেশি এ্যান্টিবডি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে গবেষকরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির প্রো উপাচার্য ডাঃ মোঃ জাহিদ হোসেন যিনি এই গবেষণাটি পরিচালনাকারীদের একজন তিনি বলেন, যারা কোভিড-১৯ ইনফেকশন হওয়ার পরে দুই ডোজ টিকা নিয়েছেন তাদের অনেক বেশি এ্যান্টিবডি তৈরি হয়েছে। মি. হোসেন জানান, এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কোভিডের টিকা নেয়া ২০৯ জনের ওপর এই গবেষণা করা হয়েছে। তিনি বলেন, যাদের ওপর গবেষণা চালানো হয়েছে তাদের মধ্যে ৩১ শতাংশ অংশগ্রহণকারী টিকা নেয়ার আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আর ৬৯ শতাংশ অংশগ্রহণকারী কোভিডে আক্রান্ত হননি। এর মধ্যে যাদের কোভিডের ইতিহাস ছিল তাদের মধ্যে বেশি এ্যান্টিবডি তৈরি হয়েছে। গবেষণায় আরও জানা যায়, যারা দুটি ডোজ টিকা নেয়া সম্পন্ন করেছেন তাদের অন্তত ৯৮ শতাংশ মানুষের দেহে রোগটির বিরুদ্ধে এ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকি ২ শতাংশ মানুষের এ্যান্টিবডি তৈরি হয়নি।
×