ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমাম হত্যা ॥ দুই ভাই ও ভাতিজা গ্রেফতার

প্রকাশিত: ০১:০৮, ৩ আগস্ট ২০২১

ইমাম হত্যা ॥ দুই ভাই ও ভাতিজা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানাধীন ধামাউড়া গ্রামে ঈদ-উল-আজহার আগের দিন আব্দুর রহিম নামে মসজিদের এক ইমাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘরের ভিটায় মাটি ফেলানোকে কেন্দ্র করে ইমামের সঙ্গে তার ভাইদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার দুই ভাই, এক ভাইয়ের স্ত্রী ও এক ভাতিজা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইমামের দুই ভাই ও এক ভাতিজাকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হচ্ছে, ইমামের ভাই মোঃ সহেদ মিয়া (৫০), আব্দুল্লাহ (৪০) ও ভাতিজা মোঃ জুনাইদ মিয়া (২০)। রবিবার রাজধানীর খিলগাঁও ও তেজগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর এসব তথ্য জানান। বিশেষ পুলিশ সুপার জানান, ভিকটিম আব্দুর রহিম সরাইল থানার ধামাউড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি পাশের থানা নাসিরনগরের ফেদিয়ারকান্দি মসজিদের ইমাম ছিলেন। গত ঈদ-উল-আজহার আগের দিন দুই ভাই, ভাইয়ের স্ত্রী ও এক ভাতিজা তাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে।
×